মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
''নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নারীর ক্ষমাতায়ন (উই) প্রকল্প জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান উপলক্ষে গ্রাম ও মফস্বল অঞ্চলে বসবাসকারী নারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী ও ভিলেজ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বিকাশ বাংলাদেশ, ট্রেডক্রাফট এক্সচেঞ্জ ও উলাশী সৃজনী সংঘ (উই) প্রকল্পের আয়োজিত, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার কৈজুরী ইউনিয়ন পরিষদ চত্বরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এক ভিলেজ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ ছিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আকরামুল কবির, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ নাহার, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, সংরক্ষিত মহিলা সদস্য মোসাঃ সুমা ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন উই প্রকল্পের ফরিদপুর রিজিওনাল কো-অর্ডিনেটর (আরসি) মোঃ আজিমউদ্দিন।
অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক 'যায়যায় বেলার ফরিদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক নিরঞ্জন মিত্র (নিরু), উলাশী সৃজনী সংঘ (উই) প্রকল্পের উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটর মোসাঃ হাজিরা খাতুন, সদর উপজেলা সামাজিক নারী এসোসিয়েশনের সভাপতি সাগরী বেগম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাসলিমা।
শুরুতেই সকাল সাড়ে ১০ টার দিকে নারী এসোসিয়েশনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীতে গ্রামের প্রায় তিন শতাধিক নারীর অংশগ্রহণে র্যালী করে গ্রামের বিভিন্ন ছোট বড়ো রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
এসময় সদর উপজেলার সামাজিক নারী এসোসিয়েশনের সদস্যগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha