মুন্সী সাদেকুর রহমান শাহীন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান
জাস্টিস ফর প্যালেস্টাইনস ও মানবতার লঙ্ঘন নয়, মানবতার জয় হোক এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
দিবস টি উপলক্ষে মঙ্গলবার (১০ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজ গেট হতে একটি বর্ণাঢ্য রেলী শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু সড়কের প্রেসক্লাব গোপালগঞ্জ এর সামনে এসে শেষ হয়।পরে মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যাক্তি বর্গ দিবসটির তাৎপর্য তুলে ধরে ও বিভিন্ন দাবি পেশ করে বক্তব্য দেন।
বক্তব্যের মধ্যে উল্লেখযোগ্য ফিলিস্তিনে মানবতাবিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবি সহ উইগু, কাশ্মীর ভারত, মিয়ানমার ও বিশ্বের অন্যান্য সকল স্থানে মানবাধিকার লঙ্ঘনের জন্য ধিক্কার জানানো হয় । বিশ্বের সকল প্রান্তে শান্তি ও অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করতে বিশ্ববাসীকে আহ্বান জানানো হয়। এছাড়াও সকল প্রকার হত্যা বন্ধের দাবিও করা হয়। দেশে আর কোন ফ্যাসিস্ট জন্ম না হোক আশাও ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্বে পাশাপাশি বক্তব্য রাখেন মাহামুদ আলী খন্দকার সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও বাংলাদেশ লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশন সভাপতি এবং কেন্দ্রীয় কমিটি মানব কল্যাণ কর্মকর্তা দুলালী হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আজিজুর রহমান শান্ত, মোহাম্মদ আরাফাত ও মোহাম্মদ আবুল কালাম শিক্ষার্থী বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha