নড়াইলের কালিয়ায় কেন্দ্রীয় যুবদলের কর্মসূচি কাভার করতে গিয়ে সাংবাদিক এস এম হাফিজুল করিম নিলুকে লাঞ্ছিত, ক্যামেরা ভাঙচুর, মোবাইল, নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে কালিয়া পৌর যুবদলের সদস্য সচিব পল্টু ও তার ভাই খসরুর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার নম্বর ১১, রেকর্ডের তারিখ ৯ ডিসেম্বর ২০২৪। মামলাটি দায়ের করেছেন সাংবাদিক এস এম হাফিজুল করিম নিলু। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সাংবাদিক নিলু কালিয়া পৌর যুবদলের সদস্য সচিব পল্টু ও তার ভাই খসরুর অবৈধ বালুর ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশ করেছিলেন, যা তাদের বিরোধের কারণ হয়। এ কারণে সোমবার, ৯ ডিসেম্বর, নড়াইলের কালিয়ায় যুবদলের গণসংযোগ কর্মসূচি কাভার করতে গিয়ে তাকে লাঞ্ছিত করা হয়। এসময় তার ক্যামেরা ভাঙচুর, মোবাইল ও নগদ টাকা ছিনতাই করা হয় এবং তার গলার চেইনও ছিনিয়ে নেওয়া হয়।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক শায়দাত কবির রুবেল সাংবাদিক হাফিজুল নিলুকে তাদের নিউজ কাভার করতে নিয়ে গিয়েছিলেন বলে জানান। তবে ঘটনার পর তিনি অনুতপ্ত এবং তদন্তপূর্বক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এদিকে, হামলার শিকার সাংবাদিক এস এম হাফিজুল করিম নিলু জানিয়েছেন, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, নড়াইল জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মশিউর রহমান, সাধারণ সম্পাদক শায়দাত কবির রুবেল, কালিয়া যুবদলের কামাল সিদ্দিকীসহ যুবদলের বিভিন্ন নেতাকর্মীরা তাকে গণসংযোগের জন্য জানান। সবকিছু ঠিক থাকলেও ফেরার পথে তাকে বারইপাড়া ঘাটে চা খাওয়ার কথা বলে কালিয়া পৌর যুবদলের সদস্য সচিব পল্টু ও তার ভাই খসরু একত্রে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর হঠাৎ তারা তাকে লাঞ্ছিত করেন, ক্যামেরা ভাঙচুর, মোবাইল, টাকা ও গলার চেইন ছিনিয়ে নেন। এরপর তাকে আটকে রেখে জোরপূর্বক ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়, যার মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় করা হয়।
এ ঘটনায় নড়াইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি চয়ন বাবু তাকে উদ্ধার করেন।
এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক শায়দাত কবির রুবেল বলেন, “সাংবাদিক হাফিজুল নিলু আমাদের সাথে নিউজ কাভার করতে গিয়েছিলেন। আমরা তার উপর হামলার ঘটনায় তদন্তের মাধ্যমে সাংগঠনিক ব্যবস্থা নেব।”
নড়াইল জেলা যুবদলের সভাপতি মো. মশিউর রহমান বলেন, “এ বিষয়ে শায়দাত কবির রুবেলকে সাংগঠনিক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”
এদিকে, কালিয়া পৌর যুবদলের সদস্য সচিব পল্টু ও তার ভাই খসরু এই ঘটনায় নিজেদের অদৃশ্য ভূমিকা দাবি করে বলেন, তারা অবৈধ বালু ব্যবসা জানতেন না এবং তাদের বিরুদ্ধে চক্রান্ত চলছে।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর সাংবাদিক নিলু কালিয়ায় পৌর যুবদলের সদস্য সচিব পল্টু ও তার ভাই খসরুর অবৈধ বালু ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশ করেছিলেন। এতে বেন্দা এলাকার নবগঙ্গা নদীর তীর ভেঙে যাওয়ার বিষয়টি সামনে আসে এবং স্থানীয়রা মানববন্ধনও করেন। এই প্রতিবেদনের পরই সাংবাদিক নিলুর উপর আক্রমণ হয়।