আজকের তারিখ : জুলাই ২১, ২০২৫, ১১:৩৫ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১০, ২০২৪, ১২:২০ পি.এম
ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ব্লাস্টের উদ্যোগে গণস্বাক্ষর ও মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ব্লাস্টের উদ্যোগে গণস্বাক্ষর ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে "বাল্যবিবাহকে না বলি" স্লোগানের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ এইড অ্যান্ড সার্ভিসেস (ব্লাস্ট) এর উদ্যোগে গণস্বাক্ষর এবং মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ব্লাস্টের সমন্বয়কারী এডভোকেট শিপ্রা গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহিলা পরিষদের সভাপতি শিপ্রা রায়, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, এসো জাতি-গরির নির্বাহী পরিচালক নাজমা আক্তার, রমা খান, ব্লাস্টের কর্মকর্তা অর্চনা দাস প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি মারাত্মক সামাজিক ব্যাধি। বাল্যবিবাহের কারণে অনেক সংসারে অশান্তি সৃষ্টি হয় এবং সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। তাই বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
আরও পড়ুনঃ ভেড়ামারায় বেগম রোকেয়া দিবস উদযাপন
এছাড়া, বাল্যবিবাহ প্রতিরোধে একটি গণস্বাক্ষর কার্যক্রমও অনুষ্ঠিত হয়, যাতে ফরিদপুরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha