মুন্সী সাদেকুর রহমান শাহীন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান
গোপালগঞ্জে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জীবন ও সাহিত্য কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সরকারি গণগ্ৰন্থাগার গোপালগঞ্জ এর আয়োজনে মঙ্গলবার (১০ডিসেম্বর) সকাল ১১টায় গ্ৰন্থাগারের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহম্মদ কামরুজ্জামান, জেলা প্রশাসক গোপালগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর বেনজির আহমেদ, অধ্যক্ষ শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ। মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন, অসীম কুমার বাড়ৈ, সহযোগী অধ্যাপক সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। অতিথিরা দেশের একমাত্র কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জীবন ও সাহিত্য কর্মের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এসময় সোনার বাংলা গণ-পাঠাগার এর সভাপতি মুন্সী সাদেকুর রহমান শাহীন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বিপুল সংখ্যক পাঠক উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা সরকারি গণগ্ৰন্থাগার গোপালগঞ্জ এর সহকারী পরিচালক মো. তাজমুল ইসলাম।
উল্লেখ্য, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ আগষ্ট কোটালীপাড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালের ১৩ জানুয়ারি মাত্র ২১বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।