মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-মামুন এর সাথে বাংলাদেশ খেলাফত মজলিস, সদরপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সমময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।
৯ ডিসেম্বর ২০২৪, সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চভদ্রাসন) আসনের দলীয় প্রার্থী আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস, ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি ও সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি ও সদরপুর উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, ফরিদপুর জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক হাফেজ আব্দুল আউয়াল এবং সদরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী মামুনুর রশীদ।
আরও উপস্থিত ছিলেন মুফতী আখতার হুসাইন, মুফতী জাবের হুসাইন, হাফেজ মাওলানা রইসুল ইসলাম প্রমুখ।
সৌজন্য সাক্ষাতে নেতৃবৃন্দ মহান বিজয় দিবস উদযাপন ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা এবং রাষ্ট্রের আইন প্রতিপালনে সরকারকে সহযোগিতার আশ্বাস দেন। উপজেলা নির্বাহী অফিসার বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha