বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
‘নারী কন্যার সুরক্ষ করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে।
সোমবার ( ৯ ডিসেম্বর) দুপুরে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও মুকসদপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ তিন জয়ীতাদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার লায়লা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রায়হান ইসলাম শোভন, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. বাহাউদ্দীন সেক, উপজেলা সাব-রেজিষ্টার নাজমীন জাহান, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার জাকিয়া খাতুন, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার শতাব্দী বিশ্বাস, মুকসুদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম পাননু, মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. ছিরু মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha