শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪পালন উপলক্ষে জাতীয় পতাকা, বেলুন ফেস্টুন উড়ানো উত্তোলন, র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টার জাতীয় পতাকা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।
উপজেলা পরিষদ হলরুম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) রেশমা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, ওসি তদন্ত আব্দুল গফুর।
উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোহেল রানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাহুল কর, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রোগ্রামের বুলবুলি খাতুন, শোমসপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আইভিন আরা, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লু, এসো নিজেরা করি এনজিও ম্যানেজার এস এম এনামুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জয়ন্ত রায় বিটু,অসীম বাচার, সাংবাদিক হুমায়ুন কবির, মিলন খান প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, স্কাউট ছাত্রছাত্রীবৃন্দ। বক্তাগণ আন্তজার্তিক দুর্নীতি দিবসের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha