আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৪:১৯ পি.এম || প্রকাশকাল : জুন ২৬, ২০২১, ৬:১৬ পি.এম
লকডাউনে ভেড়ামারায় ৯৬ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ার ভেড়ামারায় লকডাউন না মানায় আজ ২৬জুন শনিবার বিকেল ৫টা পর্যন্ত ৫টি মামলা ও ৬হাজার টাকা জরিমানা করা হয়। লকডাউনে গত ৬দিনে ভেড়ামারায় মোট ৫০টি মামলা এবং ৯৬হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীনেশ সরকার জানান, ভেড়ামারায় গত ২১জুন ঘোষিত এক সপ্তাহ লকডাইন চলছে। আজ ৬দিন চলছে। উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২৬জুন শনিবার বিকেল ৫টা পর্যন্ত ৫টি মামলা ও ৬হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান ২৬জুন শনিবার বিকেল ৫টা পর্যন্ত ৫টি মামলা ও ৬হাজার টাকা জরিমানা করা হয়। এই নিয়ে গত ৬ দিনে লকডাউন না মানায় বিভিন্ন অপরাধে মোট ৫০টি মামলায় ৯৬হাজার টাকা জরিমানা করা হয়।
লকডাউন চলাকালে স্বাস্থ্যবিধি এবং করোনাকালীন বিধিনিষেধ অমান্য করায় এসব ব্যক্তিকে ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮’ এবং ‘দন্ডবিধি, ১৮৬০’ এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়।
আজ ২৬জুন শনিবার দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকারের নেতৃত্বে লকডাউন বাস্তবায়নে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে মাঠে ছিলেন,ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু। পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল। ভেড়ামারা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha