মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার
রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী পাংশা সরকারী কলেজ মিলনায়তনে শনিবার (৭ ডিসেম্বর) সকালে অত্র কলেজ হতে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১১জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদ এ মহতি কর্মসূচির আয়োজন করে।
সংবর্ধিতরা হলেন- পাংশা সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. কুদরত-ই-নূর, ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. আমজাদ হোসেন, সাচিবিক বিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান দীপক কুমার দত্ত, বাংলা বিভাগের প্রভাষক ফরিদা ইয়াসমিন, মার্কেটিং বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. তোফাজ্জেল হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. সহিদুর রহমান, ইসলাম শিক্ষা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান আবু ছাঈদ মো. নূরুল হুদা, গণিত বিভাগের সাবেক প্রভাষক বিমল কুমার কর্মকার, ব্যবস্থাপনা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান শওকত আনোয়ার জাকিরুল হক ও সহকারী গ্রন্থগারিক মো. দেলওয়ার হোসেন।
পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী সরদারের সভাপতিত্বে এবং পাংশা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক খলিলুর রহমানের উপস্থাপনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা সরকারি কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ, ঢাকাস্থ প্রাইম ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আরশাদ আলী বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ.কে.এম মনোয়ারুল ইসলাম বক্তব্য রাখেন।
বিদায়ী সংবর্ধিত শিক্ষক-কর্মকর্তার মধ্যে পাংশা সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. কুদরত-ই-নূর, ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. আমজাদ হোসেন, সাচিবিক বিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান দীপক কুমার দত্ত, মার্কেটিং বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. তোফাজ্জেল হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. সহিদুর রহমান, ইসলাম শিক্ষা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান আবু ছাঈদ মো. নূরুল হুদা, গণিত বিভাগের সাবেক প্রভাষক বিমল কুমার কর্মকার, ব্যবস্থাপনা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান শওকত আনোয়ার জাকিরুল হক ও সহকারী গ্রন্থগারিক মো. দেলওয়ার হোসেন বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সহ-সাধারণ সম্পাদক মো. তোজাম্মেল হোসেন, পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ মো. নাজির উদ্দিন, পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুর রউফ, পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক এ.কে.এম শরিফুল মোর্শেদ রনজু প্রমূখ বক্তব্য রাখেন।
স্মৃতিচারণ এবং শিক্ষায় ছাত্র-ছাত্রীদের উদ্দীপ্ত ও অনুপ্রণিত করার ক্ষেত্রে শিক্ষকদের দায়িত্ববোধের জ্ঞানগর্ভ আলোচনায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি ও বিদায়ী সংবর্ধিত শিক্ষক-কর্মকর্তাদের ক্রেস্ট উপহার ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানে কলেজের সকল বিভাগের শিক্ষক-কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha