রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শনিবার (৭ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন নর্থ বেঙ্গল সুগার মিলের গরম পানিতে পড়ে দগ্ধ হওয়া শ্রমিক ইমরান হোসেন বিদ্যুৎ (২৮)। নাটোরের (লালপুর) নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু শ্রমিক ইমরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, লালপুর উপজেলার বিজয়পুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে ইমরান হোসেন বিদ্যুৎ গত ৪ ডিসেম্বর (বুধবার) সকাল সাড়ে দশটার দিকে নর্থ বেঙ্গল সুগার মিলের কারখানার ভেতরে কাজ করা অবস্থায় ইনজেকশনের (৬০° সেলসিয়াস) গরম পানিতে পড়ে যায়। পরবর্তীতে সে নিজ চেষ্টায় উপরে উঠে আসে। তার চিৎকার চেঁচামেচিতে আশেপাশের শ্রমিকরা এসে তাকে উদ্ধার করে।
প্রথমে নর্থ বেঙ্গল সুগার মিলের মেডিকেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার জানান, "ইমরান হোসেনের শরীরের ৭০% চামড়া পুড়ে উঠে গেছে এবং ক্ষত তৈরি হয়েছিল। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করা হয়।" সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপক (কারখানা) মমিনুল হোসেন জানান, "ঘটনার সময় মিলের কাজে বাহিরে ছিলাম। তবে ঘটনাটি শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।"
বিজয়পুর ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমেনা বেগম জানান, বিজয়পুর পশ্চিমপাড়া গোরস্থানে জানাজা শেষে শ্রমিক ইমরানের দাফন সম্পন্ন হয়েছে।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রফিকুল আলম বলেন, "এবিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha