গাঙচিল ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে শহরের আলাউদ্দিন খান রোডে অবস্থিত সোহাগ ভিলায় এই সাহিত্য অনুষ্ঠানটি আয়োজিত হয়।
প্রতিষ্ঠানের সভাপতি মোহাম্মদ ইয়ারাদ হোসেন রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক আবু জাফর দিলু, অধ্যাপিকা রোকেয়া বেগম, বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক ম. নিজাম, ব্লাস্টের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, আবৃত্তিকার সিরাজী কবির খোকন, এডভোকেট প্রদীপ কুমার দাস লক্ষণ, অধ্যাপিকা সবিতা বৈরাগী, শিক্ষিকা তাপসী দাস, ক্ষুদে কবি ইফরাজ হোসেন, জায়াদ, আফরোজা পপি, শফিক ইসলাম, রোকনউদ্দিন গীতি কবি ডি আসাদ, ফরিদা সুলতানা প্রমুখ।
আরও পড়ুনঃ ক্রান্তিকালে দেশ রক্ষা করেছেন বেগম জিয়া, এবার রক্ষা করবেন তারেক রহমান: তাইফুল ইসলাম টিপু
অনুষ্ঠানে সাংস্কৃতিক সংগঠন গাঙচিলের আগামী দিনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও, সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে অংশগ্রহণকারীরা স্বরচিত কবিতা পাঠ করেন। এ সময় স্থানীয় এলাকাবাসী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫