ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে তিন দিনব্যাপী বিবি'র মেলা শুরু হয়েছে। আজ (শুক্রবার) বিকেল সাড়ে চারটায় মেলার উদ্বোধন করেন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার ও গবেষক বিবি রাসেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
অনুষ্ঠান সঞ্চালনা করেন:
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ উদ্যোক্তাদের মাঝে বাংলাদেশের তাঁত ও লোকশিল্পের সংকট সমাধান এবং সম্ভাবনা উন্মোচন করতে বিবি'র মেলার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে, নতুন উদ্যোক্তাদের আগ্রহ সৃষ্টি করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও জানান, মেলা থেকে ভালো উদ্যোক্তা বেরিয়ে আসবে এবং তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিশ্ববাজারে বাংলাদেশের ব্র্যান্ড উপস্থাপন এবং বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা উপার্জনও সম্ভব হবে।
মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় মঞ্চে অনুষ্ঠিত হবে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এবারের মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ৩০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে "আমরা করব জয় একদিন" গানটি যন্ত্র সঙ্গীতের মাধ্যমে পরিবেশন করা হয়। এরপর মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার কার্যক্রম শুরু হয়।
আরও পড়ুনঃ সদরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের ইউনিয়ন কমিটি গঠন
মেলার মিডিয়া পার্টনার:
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha