আজকের তারিখ : নভেম্বর ২৬, ২০২৪, ৭:৩২ এ.এম || প্রকাশকাল : জুন ২৬, ২০২১, ৫:১১ পি.এম
বোয়ালমারীতে বিধিনিষেধ অমান্য করায় চার ব্যবসায়ির জরিমানা
বৈশিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় কঠোর বিধি-নিষেধ চলছে। গত ২১ জুন থেকে পৌরশহরের ১২টি পয়েন্টে ব্যারিকেড স্থাপন করেছে উপজেলা প্রশাসন। পৌর এলাকায় সব ধরণের পরিবহন ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।এ বিষয়ে পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে।
লকডাউনের শুরু থেকেই পৌরসভা এলাকায় মাইকিং করে বিধিনিষেধ আরোপ করা হয়। প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত রাস্তায় রাস্তায় ঘুরে তদারকি করছেন।
লকডাউনের ৬ষ্ঠ দিনে শনিবার (২৬ জুন) বিকেলে পৌর বাজারের গুড়পট্টিতে অভিযান চালিয়ে চার ব্যবসায়িকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।
আদালত সূত্রে জানা যায়, কয়েকজন ব্যবসায়ি সরকারি আইন অমান্য করে দোকান খুলে বেচাকেনা করছিল। এ সময় সাধনা স্টোরের মালিক সুমন অধিকারীকে ৩ হাজার, জান্নাত স্টোরের মালিক হুমায়ন কবীরকে ২ হাজার, মমতা স্টোরের মালিক নিরঞ্জন সাহাকে এক হাজার ৫০০ ও পায়েল স্টোরের মালিক কৃষ্ণ সাহাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক জানান, সরকারি আইন অমান্য করে দোকান খুলে ব্যবসায়িরা বেচাকেনা করছিলো। চার ব্যবসায়িকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ অনুসারে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সরকারি বিধি-নিষেধ চলাকালীন সময়ে ভ্রাম্যমাণ আদালত তৎপর রয়েছে বলে তিনি আরো জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha