লিয়াকত হোসেন লিংকন, স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জের কাশিয়ানীতে তামিম মোল্যা (২০) নামে এক ভ্যানচালক নিখোঁজ হয়েছেন। এক সপ্তাহ পরও খোঁজ মেলেনি তার। গত শুক্রবার (২৯ নভেম্বর) সকালে বাড়ি থেকে ভ্যানগাড়ি নিয়ে বের হয়ে নিখোঁজ হয় ওই যুবক।
সন্তান হারিয়ে কেঁদে বুক ভাসাচ্ছেন মা-বাবা। জীবিত ফিরে পেতে অপেক্ষার প্রহর গুনছের পরিবার ও স্বজনরা। নিখোঁজ তামিম মোল্যা উপজেলার হাতিয়াড়া গ্রামের বদর মোল্লার ছেলে।
এ ঘটনায় নিখোঁজ তামিমের বাবা দুইদিন পর কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়রি করেন।
সাধারণ ডায়রি সূত্রে জানা গেছে, সকাল ১০ টার দিকে রোজগারের জন্য ভ্যানগাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন তামিম মোল্যা। ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। পরে থানায় একটি সাধারণ ডায়রি করেন নিখোঁজের বাবা।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বলেন, ‘ নিখোঁজের বাবা সাধারণ ডায়রি করেছেন। নিখোঁজ ভ্যানচালক তামিমকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।’
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha