মোঃ হুমায়ুন কবির (তুহিন) সদরপুর, (ফরিদপুর) প্রতিনিধি
সদরপুরে জেলা প্রশাসকের সাথে সদরপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার আলমামুন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ) সকাল সাড়ে ১১ টায় সদরপুর উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে ৬ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ১২ জন দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক। প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে বিতরণের জন্য উপজেলা সমাজ সেবা কার্যালয় কর্তৃক ৬ টি হুইল চেয়ার এবং কৃষ্ণপুর ইউনিয়ন কর্তৃক ১২ টি সেলাই মেশিন সরবরাহ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ( গোপনীয়) মোঃ তন্ময় ইসলাম, সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, সমাজ সেবা অফিসার কাজী শামীম আহমেদ, উপজেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল মোমেন, সদরপুর থানা অফিসার্স ইনচার্জ আব্দুল মোতালেবসহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় কালে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্কুল কলেজগুলোতে আন্তঃ ছাত্র-শিক্ষক সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। কৃষকদের মাঝে কৃষি উপকরণ, বীজ ও সার বিতরণ ব্যবস্থা জোরদারের ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন।
এ ছাড়াও উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে ঘন ঘন সংঘর্ষ নিয়ন্ত্রণ, দেশী এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পরামর্শ প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha