এফ. এম আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালীন সময়ে উভয় পক্ষের ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের কয়েক জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের অন্যন্য চিকিৎসালয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৬ টার দিকে গোয়ালপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়দের থেকে জানা গেছে, এলাকার আধিপাত্য বিস্তার নিয়ে কয়েকদিন আগে একই গ্রামে দুপক্ষের সংঘর্ষের ঘটেছিলো। তারই জের ধরে আজ সকালে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আরও জানান, আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে স্থানীয় দুটি গ্রুপ সক্রিয়ভাবে গ্রাম্য দল পক্ষ নিয়ে মেতে ওঠে। এলাকার আধিপত্য দখলে নিতে। এতে একটি গ্রুপে নেতৃত্বে ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি বিল্লাল খান আরেকটি গ্রুপের নেতৃত্ব দেন বিএনপি নেতা রাসেদুল । তবে গ্রাম্য দল হিসাবে বিল্লাল খানের সাথে রয়েছে বিএনপির কয়কজন ত্যাগি নেতারাও, এর কারনে দুটি গ্রুপই শক্তিশালী।
গত কাল বুধবার সন্ধ্যায় গোয়ালপাড়া বাজারে বিল্লাল খানের লোকজন অতর্কিত হামলা চালায় রাসেদুলের লোকজনের উপর সন্ধ্যা বা রাত হওয়ায় কেউ সংঘর্ষে জড়ায়নি। গতকালের রেস ধরে আজ সকালে বিল্লাল খানের লোকেরা রাশেদুলের কয়েকটি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। পরে সারা গ্রামে খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে ঘন্টাব্যাপি সংঘর্ষ হয়। এতে দুপক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়।
সালথা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এলাকা এখন শান্ত রয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫