রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মোতালেব রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়েছে। শপথ বাক্য পাঠ করান লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান।
শপথ শেষে লালপুর উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। এ সময় নব নির্বাচিত কমিটি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম, লালপুর উপজেলা মৎস্য কর্মকর্তা নাজিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার সা’দ আহমেদ শিবলী, লালপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক এ এস এম মোকাররেবুর রহমান নাসিম, নব-নির্বাচিত কমিটির সভাপতি সালাহ্ উদ্দিন, সাধারণ সম্পাদক ফারহানুর রহমান, সহ সভাপতি ইনতাজ আলী, জামিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সজীবুল ইসলাম হৃদয়, ফজলুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আল বেরুনী, শাকিল আল সিফাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ মিঠু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবু তালেব, ধর্ম ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শিমুল আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য আছিরুল ইসলাম, নহু উল্লাহ , শরিফুল ইসলাম, তরিকুল ইসলাম ফাহিম প্রমুখ।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে লালপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে চুড়ান্ত ফলাফল ঘোষনা করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha