সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
মানুষ মানুষের জন্য- এই শ্লোগান সামনে রেখে বৃহস্পতিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় জামায়াতের পক্ষ থেকে খাদ্য ঝুড়ি বিতরন করা হয়েছে। বেসরকারী সামাজিক সংগঠন সিরাজুম মুনির ফাউন্ডেশন এ কর্মসূচির বাস্তবায়নে সহযোগীতা করেন।
দুপুরে কালুখালীর নুর নেছা কলেজ মাঠে অনুষ্ঠিত খাদ্যঝুড়ি বিতরন কর্মসূচির উদ্বোধন করেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদ সদস্য ও সিরাজুম মুনির ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ জামাল উদ্দিন।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর বহমান, মাওলানা সিদ্দিকুর রহমান,ফিরোজ আহমেদ,সাওরাইল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল আলীম,মাজবাড়ী ইউনিয়ন সভাপতি আবু তালেব,ইসলামপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ইদ্রিস আলী,মদাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নিয়ামুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, কালুখালীর ৪ শ দুঃস্থ হিন্দু ও মুসলিম পরিবারের সদস্য এ কর্মসূচির ঝুড়ি গ্রহন করেছে।প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাউল,২ কেজি ডাউল,১ লিটার তেল,২ কেজি আলু,২ কেজি পেয়াজ,১ কেজি মুড়ি ও ১ কেজি ছুলা বিতরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।