মো. হাসান আলী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের সিমলা ডিগ্রি কলেজে গভনিং বডির নবনিযুক্ত সভাপতি মাওলানা শাহিনুর আলমকে সংবর্ধনা প্রদান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার শাহানগাছায় অবস্থিত সিমলা ডিগ্রি কলেজের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তৃতা
অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আখিরা জিনাত মহলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনিযুক্ত সভাপতি এবং সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ সিরাজগঞ্জ জেলার সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য
সভায় প্রধান অতিথি মাওলানা শাহিনুর আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "কলেজের উন্নয়নের জন্য এলাকাবাসী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সিমলা ডিগ্রি কলেজ আরও সমৃদ্ধ হবে।"
অন্যান্য বক্তৃতা
এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা আতাউর রহমান, ময়দুল আলম মাস্টার, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির আনোয়ার হোসেন, কাজিপুর উপজেলা মহিলা কলেজের অধ্যক্ষ হাসান মুনসুর মিলন, বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস হাসান, জামায়াত নেতা রাজু আহমেদ, সদর উপজেলা জামায়াতের সাবেক আমির ও ছোনগাছা ফাজিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা আনোয়ারুল্লাহ মজনু, বাগবাড়ী ইউনিয়ন জামায়াতের আমির ছানোয়ার হোসেন, ছোনগাছা ইউনিয়ন আমির ড. নজরুল ইসলাম, জামায়াত নেতা আকতার হোসেন মাস্টার, ছাত্র নেতা তরিকুল ইসলাম, সহকারী অধ্যাপক ছোরহাব আলী শেখ, সালাউর রহমান পান্না প্রমুখ।
আরও পড়ুনঃ কুষ্টিয়া থানার লুট হওয়া অস্ত্র পৌরসভার ক্লিনার ড্রেন পরিষ্কার করতে গিয়ে উদ্ধার
অনুষ্ঠান সঞ্চালনা
অত্র কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম ও বাংলা প্রভাষক শাহাদত হোসেন ইবনে হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে কলেজের প্রভাষক, প্রভাষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha