ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার ঈদগাহপাড়া এলাকায় একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শহরের আফসার উদ্দিন মাদ্রাসার পেছনের নালা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি পাওয়া যায়। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী মনিরুদ্দীন ভাষা ড্রেন পরিষ্কার করতে গিয়ে এটি দেখতে পান। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশ অস্ত্রটি উদ্ধার করেন।
ঘটনার বিবরণ
মনিরুদ্দীন ভাষা জানান, আজ সকালে তিনি মাদ্রাসার পেছনে ড্রেন পরিষ্কার করছিলেন। এ সময় তিনি ড্রেনের ময়লা পানির মধ্যে একটি অস্ত্র পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তিনি সেটি উদ্ধার করে পুলিশকে খবর দেন। পুলিশ এসে শটগানটি নিয়ে যায়।
পুলিশের বক্তব্য
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, "লুট হওয়া শটগানটি ড্রেনে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। আমাদের থানার অস্ত্র এটি। খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করেছি।"
পূর্ববর্তী ঘটনা
গত ৫ আগস্ট, ছাত্র-জনতার আন্দোলনের পর কুষ্টিয়া মডেল থানা ধ্বংসস্তূপে পরিণত হয় এবং থানার অনেক অস্ত্র লুট হয়ে যায়। যদিও কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে, তবে এখনও অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুনঃ আমতলীতে সাংবাদিককে কুপিয়ে জখমের প্রধান আসামী জেল হাজতে
বর্তমান অবস্থা
কুষ্টিয়া মডেল থানার দাপ্তরিক কাজ বর্তমানে সদর পুলিশ ফাঁড়িতে চলছে, কারণ থানা ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha