আমতলীতে সাংবাদিককে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় প্রধান আসামী কিশোর গ্যাং লিডার ইমরান বিশ্বাসকে জেল হাজতে পাঠানো হয়েছে। এই ঘটনায় আমতলী সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক মানবকণ্ঠ পত্রিকার আমতলী প্রতিনিধি এইচএম কাওসার মাদবর মাদক সেবন বন্ধ করতে বাধা দেয়ায় তার উপর হামলা করা হয়।
গত বৃহস্পতিবার ইমরান বিশ্বাস বরগুনা চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। তবে আদালতের বিচারক মো. রাকিব হোসেন তার জামিন আবেদন মঞ্জুর না করে ইমরান বিশ্বাসকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনার বিবরণ
জানা গেছে, আমতলী উপজেলার পূর্ব কেওয়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল কিশোর গ্যাং লিডার ইমরান বিশ্বাস, রহমান হাওলাদারসহ আরও ৬-৭ জন কিশোর। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা বারবার তাদেরকে মাদক সেবন না করার জন্য নিষেধ করলেও তারা তা উপেক্ষা করে।
গত ২১ অক্টোবর সন্ধ্যায়, ইমরান বিশ্বাস, রহমান হাওলাদার ও তাদের সহযোগীরা ওই শ্রেণীকক্ষে মাদক সেবন করছিল। এ সময় প্রতিবাদ করেন সাংবাদিক এইচএম কাওসার মাদবর। এতে ক্ষুব্ধ হয়ে মাদকসেবী কিশোর গ্যাং লিডার ইমরান বিশ্বাস, রহমান হাওলাদার ও তাদের সহযোগীরা সাংবাদিক কাওসার মাদবরকে কুপিয়ে গুরুতর জখম করেন।
মামলা এবং আদালতের আদেশ
এই ঘটনার পর, ২৩ অক্টোবর রাতে কিশোর গ্যাং লিডার ইমরান বিশ্বাসকে প্রধান আসামী করে চারজনের বিরুদ্ধে আমতলী থানায় মামলা দায়ের করা হয়। এর পর, ইমরান বিশ্বাস আদালতে জামিনের আবেদন করেন, কিন্তু আদালত তার জামিন আবেদন মঞ্জুর না করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল আলম জানান, "বিচারক ইমরান বিশ্বাসের জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।"
আরও পড়ুনঃ ঢাকা বিমানবন্দরে আটক ২০ লাখ টাকা যশোর মেডিকেল কলেজের নিয়োগ বানিজ্য ও আইসিইউর ঘুষ
এ ঘটনার পর এলাকায় মাদক সেবন ও কিশোর গ্যাং এর কার্যকলাপ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha