গত কয়েকদিন যাবত ফরিদপুর জেলার বিভিন্ন নদ-নদীর পানি বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ২৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এই সত্যতা নিশ্চিত করে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড ।
ফরিদপুর পাউবো’র নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, প্রতিদিনই ফরিদপুরের পদ্মা, মধুমতি ও আড়িয়ালখা’র পানি বাড়ছে। তবে এখনো বিপদসীমার নিচে রয়েছে।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় পদ্মার পানি বৃদ্ধি পেয়েছে পয়েন্ট ২৭ সেন্টি মিটার। বর্তমানে গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীতে ৭.০৬ সেন্টি মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিনি বলেন, পানি বৃদ্ধি ফলে পাঁচটি উপজেলার কয়েকটি স্থানে নদী পাড় ভাঙ্গন শুরু হয়েছে। আমরা চেষ্টা করছি প্রাথমিক প্রটেকশনের জন্য।
জেলার নদ-নদীর পানি বৃদ্ধি ও ভাঙন বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, পানি বৃদ্ধির সঙ্গে নদীতে ভাঙন দেখা দেবে এটা স্বাভাবিক। তবে আমরা খোজ খবর রাখছি। কোথাও জরুরী কিছু করার প্রয়োজন হলে পানি উন্নয়ন বোর্ডকে দিয়ে সেটি করা হবে।
জেলা প্রশাসক আরো বলেন, ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রনালয়ের উদ্ধর্তন কর্মকর্তারা ফরিদপুরের নদী ভাঙন কবলিত এলাকাগুলো পরিদর্শন করেছেন।
আমরা দূর্যোগকালিন স্থানীয় প্রশাসন ও জনপতিনিধিদের পাশা-পাশি পানি উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha