ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর মোহনপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সময় ১২-টা মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় যথাযোগ্য মর্যাদায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয দিবস এ জাতীয় দিবস দুটি সফল করার জন্য সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে বিভিন্ন কমিটি ও উপ-কমিটি গঠন ও উন্মুক্ত মতামত গ্রহণ করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিঃ দাঃ) আসাদুজ্জামান, উপজেলা বিএনপির আহবায়ক মাহবুব আর রশিদ, সদস্য সচিব বাচ্চু রহমান, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক জি. এ. এম আব্দুল আওয়াল, নায়েবি আমীর আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক সিদ্দিকুর রহমান।
এছাড়া সভায় আর উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ আলফাজ উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার খন্দকার ডাঃ সাগর আহম্মেদ, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ এম এ মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) তরিকুল ইসলাম, কেশরহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন, ১নং ধুরইল পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা শাহা, উপজেলা আনসার ও ভিডিপি (প্রশিক্ষক) আব্দুল জব্বার, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর- শাহিদা আক্তার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাদের মোল্লা ও সদস্য শাহিন আকতার শামসুজোহাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, মুক্তিযোদ্ধা, গন্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha