মোঃ জিয়াউর রহমান দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী।
সোনালী ব্যাংক পিএলসি কুষ্টিয়া প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহা. নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর যুগ্ম পরিচালক এ কে এম আমিরুল ইসলাম ও সহকারী পরিচালক মো. শাহিনুর আলম।
এসময় উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক পিএলসি দৌলতপুর শাখার ম্যানেজার মো. শাহারুল ইসলাম, কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ নজরুল ইসলাম ও দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার মো. রিয়াজ উদ্দিন।
বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের আয়োজনে এবং সোনালী ব্যাংক পিএলসি দৌলতপুর শাখার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ওয়ার্কশপে দৌলতপুর উপজেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।
ওয়ার্কশপে জাল নোট বহন করা বা সরবরাহ করা আইনগত দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে অতিথিবৃন্দ জনসাধারণকে এ বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি জাল নোটের প্রচলন প্রতিরোধে উপস্থিত সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha