প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ায় রাতে দুর্ধর্ষ ভাবে ডাকাতি বৃদ্ধি পেয়েছে । সপ্তাহ খানেকের মধ্যে স্বর্ণের দোকান সহ আটটি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে । ডাকাতির ঘটনায় ডাকাত দল প্রায় নগদ পাঁচ লাখ টাকা ও ৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছেন বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ।
গত এক সপ্তাহে পটিয়ার ছনহরা গ্রামের সিদ্দিকিয়া মসজিদ মার্কেটের চারটি দোকান থেকে নগদ দুই লাখ টাকা ও ২ লাখ টাকার গ্যাস সিলিন্ডার , মুদির দোকানের মালামাল এবং খরনা ইউনিয়নের রেলস্টেশন এলাকার স্বর্ণের দোকান সহ চারটি দোকান থেকে স্বর্ণ , স্বর্ণের সিন্ধুক সহ বিভিন্ন মালামাল ডাকাতি করে নিয়ে যায় ।
স্বর্ণ ব্যবসায়ী সুমন সরকার জানান, নগদ তিন লাখ টাকা সহ ডাকাতি করে নিয়ে যাওয়া মালামালের মূল্য প্রায় ৫ লক্ষ টাকা । স্থানীয়রা জানান ,গভীর রাতে সঙ্ঘবদ্ধ ডাকাত দল মিনি ট্রাক নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এসে ডাকাতি করে মালামাল লুট করে নিয়ে যায় । ঘটনাটি পুলিশকে অভিহিত করা হয়েছে ।
বেশ কিছুদিন ধরে এলাকায় আশঙ্কাজনক হারে ডাকাতির ঘটনা ঘটছে । রাতে এলাকায় পুলিশি টহল বাড়ানোর দাবি জানান তারা । পটিয়া থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) অঞ্জন কুমার দেব বলেন , আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি । বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে । এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha