ফরিদপুরের মধুখালী পৌরসভা এলকায় বুধবার সকাল ৬ টা হতে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন ঘোষনা করা হয়েছে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম সঙ্গীয়ফর্সসহ পৌর এলাকায় কঠোর ভাবে বাস্তবায়ন করছেন লকডাউনের ৩য় দিন। পৌরসবার প্রবেশ ও বহিরাগমনের চৌদিকের প্রবেশ পথ গুলিতে কঠোর নজরদারীতে রেখেছে পুলিশ । কোন প্রকার যানবাহন বহিরাগমন কিংবা প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ।
শক্ত বাঁশের ব্যারিকেট দিয়ে পাহাড়ায় রয়েছে পুলিশ ও গ্রামপুলিশ সদস্য। পৌর এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালীত যানসহ অন্যান্য যান সিমিত আকারে চলাচল করতে দেখা গেলেও রেলগেট এলাকা মধুখালী বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় জনশুন্য ।
২৩ জুন বুধবার সকাল ৬ টা হতে ৩০ জুন পর্যন্ত মধুখালী পৌরসভার সকল ধরনের যানবাহন,দোকানপাট,খাবারের দোকান,মুদি দোকান বন্ধ থাকবে। হাসপাতালের সামনের ওষুধের দোকান স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। কাঁচা পন্যের দোকান যথাযথ স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখতে হবে।
মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন বলেন,সরকার ঘোষিত সিদ্ধান্ত যথাযথ বাস্তবায়নে কাজ করা হচ্ছে। জনসাধারনকে সচেতন করতে এবং স্বাস্থ্যবিধি মানতে মাইকিংসহ ব্যাপক কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। পৌরসভার মধ্যে লকডাউন ঘোষনা করা হয়েছে এবং তা পৌরবাসীকে মেনে চলতে অনুরোধ করা হলো।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha