আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) কামারগাঁ গ্রামের মামলাবাজ মাইনুল ইসলাম ওরফে হিটলুর দৌরাত্ম্যে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। এঘটনায় প্রায় অর্ধশতাধিক গ্রামবাসীর স্বাক্ষরিত লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দেয়া হয়েছে।
কামারগাঁ গ্রামে অবৈধভাবে ক্ষমতার দাপটে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ফসলী জমি ও শত বছরের বিলকুমারী বিলের রাস্তা ও বর্ষার পানি নিস্কাশন নালা বন্ধ করে পুকুর খনন এবং সরকারি এইচবিবি রাস্তা দখল করে পুকুরের পাড় করেছে কামারগাঁ দক্ষিণ পাড়ার মৃত সিরাজুল ইসলামের পুত্র মাইনুল ইসলাম হিটলু গং। ফলে হাল-গরু ও কৃষিযন্ত্র বিলে না নামতে পারায় পতিত রয়েছে শত শত একর জমি।এতে গ্রামের মানুষ চরম বিপাকে পড়েছে। গ্রামে চলাচলের একমাত্র রাস্তা জবরদখল করায় গ্রামবাসী অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছে।
এদিকে লিখিত অভিযোগে বলা হয়েছে, মামলাবাজ মাইনুল ইসলাম ওরফে হিটলু গং ২০২৪ সালের ২৬ জুন অবৈধ ভাবে ক্ষমতার দাপটে ফসলী জমি ও শত বছরের বিলকুমারী বিলের রাস্তা ও বর্ষার পানি নিস্কাশনের পথ বন্ধ করে ফষলী জমিতে অবৈধ পুকুর খনন এবং সরকারি এইচবিবি রাস্তা দখল করে পুকুরের পাড় নির্মাণ করেছেন।
এতে গ্রামবাসী বাঁধা দিলে তারা গ্রামবাসীর নামে মিথ্যা মামলা ও বিভিন্ন রকম হুমকি প্রদর্শন করে এবং বলে পুকুর কাটার পরে বিলকুমারী বিলের রাস্তা বের করে দেওয়া হবে। কিন্তু পুকুর খনন শেষে রাতের আধারে বিলকুমারী বিলের রাস্তা ও পানি নামার রাস্তা বের না করেই কাটা তারের ব্যাড়া ও গাছ লাগিয়ে দিয়ে সমস্ত এলাকা ঘিরে ফেলে। ফলে গ্রাম বাসীর বিলকুমারীর বিলে নামার একমাত্র রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এবছর বোরো ফসল চাষে নামতে ও রোপনকৃত ধান ঘরে তুলতে পারছে না গ্রামবাসী এবং পানি নিষ্কাসনের রাস্তা বন্ধ হওয়াতে কবরস্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
বিষয়টি দ্রুত সমাধান না করলে প্রায় ১০০০ বিঘা জমি অনাবাদি হওয়ার শঙ্কা রয়েছে। এদিকে বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করতে গ্রামে একাধিকবার বসলেও তার কোন সমাধান অভিযুক্তরা মানেনি। পরে একাধিক মামলা ও নির্যাতন মূলক কর্মকান্ড করে নিরীহ সর্বসাধারণকে হেনস্থা করছে মামলাবাজ মাইনুল ইসলাম হিটলু। মাইনুল ইসলাম হিটলুর এসব বেআইনি কর্মকান্ডে তার বিচার দাবি করেছেন এলাকা বাসী। মাইনুল ইসলাম হিটলু বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় অবৈধ পুকুর খননের রাজত্ব চালায়। আবাসিক এলাকায় জোরপুর্বক পুকুর খননের মুল হুতা ছিলেন এই হিটলু। স্বৈরাচারী সরকার পতনের পরে টাকার বিনিময়ে এখনো সাধারণ মানুষকে মামলা হামলা করে সাধারণ মানুষ কে হেনস্থা করে যাচ্ছেন তিনি।
এবিষয়ে কামারগাঁ গ্রামের মুনসুর আলী বলেন, পুকুর কাটার সময় রাস্তা ও পানি নামার বিষয়ে মাইনুল ইসলাম হিটলু গং কে বলতে গেলে উত্তেজিত বলেন সময় মত রাস্তা দেয়া হবে। কিন্তু পুকুর খননের পরে সকল রাস্তা ঘাট কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে ফেলে। ফলে পাওয়ার ও ধান মাড়াইের ম্যাসিন নিয়ে আসা সম্ভব না। বিলের প্রায় ৪-৫শ বিঘা জমির ধান এ রাস্তা দিয়ে ঘরে তুলতো। যা এখন বন্ধ। গ্রামবাসী রাস্তা চাই। রোকেয়া নামের এক মহিলা বলেন, পুরো গ্রামের রাস্তা বন্ধ করে হিটলু। স্থানীয় ভাবে একাধিক বার সালিশ হলেও সে রাস্তা বন্ধ করে রেখেছে। মামলাবাজ হিটলু গ্রামের নিরহ মানুষদের নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করছে।
এবিষয়ে জানতে চাইলে মাইনুল ইসলাম হিটলু এসব অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রামের মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha