হুমায়ুন আহমেদ, আলমডাংগা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের আইন্দিপুর ফুটবল মাঠে মাদককে না বলুন এই স্লোগানকে সামনে রেখে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট, জার্সি বিতরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার আড়াইটার দিকে আইন্দিপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে চুয়াডাঙ্গার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহযোগিতায় মাদককে না বলুন এই স্লোগানকে সামনে রেখে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাইক্রো-ম্যাক্স টেকনোলজিস লিমিটেড, ঢাকা এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জাহাঙ্গীর আলম।
তিনি বলেন খেলার মাধ্যমে মাদককে না বলতে হবে। দেশকে মাদক মুক্ত করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে সমাজ থেকে মাদক নির্মুল করতে হবে। এজন্য সকল শিক্ষার্থীকে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা প্রয়োজন। যুবকদের খেলাধুলায় বেশি মনোনিবেশ করাতে হবে।
কেবল মাত্র খেলাধুলা পারে মাদকমুক্ত সমাজ গড়তে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরীন আক্তার তিনি বলেন প্রথমেই মাদককে 'না' বলতে হবে। মাদক ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দীর্ঘমেয়াদি কারাদণ্ডের ব্যবস্থা করতে হবে। কিশোর-তরুণদের বন্ধু নির্বাচনে মা-বাবা ও অভিভাবককে সতর্ক দৃষ্টি রাখতে হবে। মাদকে একবার অভ্যস্ত হলে এটা ছাড়া কঠিন। তাই মাদক পান করা থেকে কিশোর-তরুণদের বিরত থাকতে হবে। সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায়ই মাদকের করাল গ্রাস থেকে বর্তমান প্রজন্মকে রক্ষা করতে পারে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোঃ বাবুল হোসেন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রবীণ ক্রীড়ানুরাগী জনাব সাত্তার মন্ডল, ঠান্ডু মন্ডল, আব্দুর রাজ্জাক, এনামুল হক, হায়দার আলী, মুক্তার আলী, সানোয়ার হোসেন, মাসুদ রানা, আব্দুস সালাম, আনারুল হক, হাফিজুর রহমান, আব্দুল লতিফ, আশাবুল হক, জাহিদ হাসান, জুলফিকার আলী ভুট্টো, মিরাজ হোসেন, মিনারুল হক, সোহরাব হোসেন শিলু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ সাহারুল ইসলাম। আলোচনা শেষে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha