মুন্সী সাদেকুর রহমান শাহীন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান
গোপালগঞ্জে অবৈধভাবে বালু কাটা বন্ধ হওয়ায় প্রতিবেশীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে প্রভাবশালী সাবু শেখ গং দের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ উপজেলার উরফি গ্ৰামে। হামলার শিকার হওয়া পরিবারের প্রধান বাচ্চু খাঁন সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, বেশ কিছুদিন ধরে প্রতিবেশী সাবু শেখ অবৈধভাবে ড্রাম ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল। গত বৃহস্পতিবার (২৮নভেম্বর) ২০২৪তারিখে ভেড়ার হাট তহশিলদার অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ আলী সহ একটি টিম ঘটনা স্থলে এসে বালু কাটতে দেখে পাইপ ভেঙ্গে দিয়ে মেশিন বন্ধ করেদেন।
এসময় ভূমি কর্মকর্তাদের সাথে বাক বিতন্ডা ও হাতাহাতি করে সন্ধা পর্যন্ত অবরুদ্ধ করে রাখে প্রভাবশালী সাবু শেখ ও তার লোকজন। পরে স্থানীয় এক মুরব্বি তাদের উদ্ধার করে। পাইপ ভাংতে তহশিলদার মোহাম্মদ আলী আমার কাছ থেকে কুড়াল চেয়ে নেওয়ায় আমার উপরও ক্ষিপ্ত হয় প্রতিবেশী সাবু শেখ। পরে ভূমি অফিসের লোকজন চলে যাওয়ার পর আমাকে হত্যার উদ্দেশ্যে আমার বাড়ীতে সাবু শেখ ও তার লাঠিয়াল বাহিনী হামলা চালায়। এসময় আমায় বাড়িতে না পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণ নাশের হুমকি ধামকি দেয় এবং মহিলাদের সাথে খারাপ আচরন করে।
এবিষয়ে ভেড়ার হাট তহশিল অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, ইতিমধ্যেই অবৈধভাবে বালু উত্তোলন কারী সাবু শেখ ও ড্রাম ড্রেজারের মালিক মাসুদ মোল্লা সহ বেশ কয়েকজনের নামে এর নামে মামলা করা হয়েছে। বালু কাটা বন্ধের অভিযান চালানোর সময় আমাদের উপর ও হামলা করেছিল ওই বেপরোয়া চক্র।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।