রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিএনপির জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি নিহত হওয়ার ১২০দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। সোমবার ২ ডিসেম্বর সকাল ১১ টার সময় বরুনাতৈল কবরস্থান থেকে রাব্বির মরদেহ উত্তোলন করা হয়।
এ সময় মাগুরার এন ডিসি মোহাম্মদ মোজাহিদুল ইসলাম ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আইয়ুব আলী উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট বেলা ১১ টার দিকে মাগুরা ঢাকা মহাসড়কের পারনান্দুয়ালী নবগঙ্গা নদীর ব্রিজের ওপর অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় গুলিতে নিহত হন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি। রাব্বির বাড়ি মাগুরা শহরের বরুনাতৈল এলাকায়। রাব্বির মৃতদেহ টি তখন ময়নাতদন্ত ছাড়াই, মরদেহ দাফন করা হয়েছিল।
রাব্বির বড় ভাই ইউনুস আলী বলেন, আমার ভাইয়ের অনাগত সন্তান তার বাবার স্পর্শ কখনোই পাবে না। আমরা ন্যায় বিচার চাই। যাদের চিহ্নিত করতে পেরেছি, তাদের নামেই মামলা করেছি। আদালতের নির্দেশে আজ মরদেহটি উত্তোলন করে মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মরদেহ পুনরায় দাফন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha