মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ১৫০ পিচ ইয়াবা সহ আমিন খন্দকার নামে (৪২) একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ব্যাপারে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মাহমুদুল হাসানের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম উপজেলার পৌরসভা ধীন রেলগেইট সংলগ্ন সেকেন্দার আলী বিশ্বাস এর জননী সুইট এন্ড রেস্টুরেন্ট এর সামনে ফরিদপুর টু মাগুরাগামী হাইওয়ে পাকা রাস্তার উপর একজন লোক মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। এসময় থানা পুলিশের টিম অভিযান পরিচালনা করে একজনকে আটক করে।
আটককৃত ব্যাক্তির নাম আমিন খন্দকার(৪২) তিনি উপজেলার পূর্ব গাড়াখোলা গ্রামের মৃত মোতালেব খন্দকারের ছেলে।
এ সময় আটককৃত ব্যাক্তিকে তল্লাশি করে ১৫০ পিচ ইয়াবা সহ যার মূল্য আনুমানিক ৪৫০০০/- টাকা, একটি মোবাইল ফোন ও একহাজার ৩শত ১০ টাকা উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করে মধুখালী থানার একটি মামলা করা হয়েছে মামলা নং-০১ তারিখ- ০২/১২/২০২৪ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারার রুজু করে মামলাটি তদন্তভার এসআই মোঃ শওকত আলী এর উপর অর্পন করা হয়েছে। আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা বিচারাধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha