মোঃ আলম মৃধা নরসিংদী জেলা প্রতিনিধি
বিশুদ্ধ জ্ঞানে, সমৃদ্ধ জাতি এই স্লোগানে দুই বছর আগে নরসিংদীর মাধবদীতে প্রতিষ্ঠিত হয় “বিদ্যাবাড়ি”। গত (৩০ নভেম্বর) বিকাল ৩.০০ ঘটিকায় মাধবদীর পালকি কনভেনশন সেন্টারে বিদ্যাবাড়ির প্রতিষ্ঠাতা সভাপতি ও হাজী আবেদ আলী কলেজের প্রভাষক বেলাল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বিদ্যাবাড়ির বর্ষপূর্তি ও ইচ্ছে পূরণ এর অভিষেক অনুষ্ঠান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, শিক্ষাবিদ, গবেষক প্রফেসর কালাম মাহমুদ। অন্যান্য আলোচক হিসেবে যথাক্রমে বিদ্যাবড়ির উপদেষ্টা অ্যধাপক মোহাম্মদ মেখ সাদী, মাধাবদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুনুর রাশীদ শাহ ফকীর, সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন।
বিশেষ অতিথি আলহাজ্ব আব্দুল মোতালিব হোসেন, পরিচালক নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি, অধ্যাপক মোহাম্মদ আবদুল ওয়াদুদ, মাধবদী ক্লাব লিমিটেড এর প্রতিষ্ঠাতা সভাপতি আল আমিন ভূইয়া প্রধান, যুবনগর মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল হামিদ, বিদাবাড়ির পৃষ্ঠপোষক ফজলুল হক মিলন, মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মোঃ নুরুল হক, হৃদয় বাংলা যুব সংঘের সভাপতি মোঃ আরাফাত রহমান, স্বত্ত্বাধিকারী নীহাল ফেব্রিকস এন্ড টেক্সটাইল মোঃ আফজাল হোসেন, রসূলপুর মাতাইন হাজী আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান খোকন, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন নরসিংদী জেলা শাখার সভাপতি কাজী মেহবুব ইয়াসিন সৃজন, আল মিকাত বির্ল্ডাস লিঃ এর পরিচালক মোঃ সোহেল সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সুধীজন, গুণীজন ও বিদ্যাবাড়ি পরিচালনা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্যাবাড়ি ইতিমধ্যে জেলাব্যাপী একটি ইতিবাচক ছবি অংকন করে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছে। বিদ্যাবাড়ির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তারা সকল ধরনের সহয়োগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যাবাড়ির নির্বাহী সদস্য মেহেদী হাসান রুবেল এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আহবায়ক কামরুজ্জামান সরকারসহ বাস্তবায়ন কমিটির সকল সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫