আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ৭:২৭ পি.এম || প্রকাশকাল : জুন ২৫, ২০২১, ৮:২১ পি.এম
মহম্মদপুরে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, আটক ৪

মাগুরার মহম্মদপুর উপজেলায় বাবুখালি ইউনিয়নের মাছিনাগড়া গ্রামে শুক্রবার বিকেলে মসজিদের কমিটি গঠন কে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘর্ষে কমপক্ষে ১০ ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত ৫জন কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জন আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মাছিনাগড়া উত্তরপাড়া জামে মসজিদের কমিটি গঠন কে কেন্দ্র করে ওই এলাকার ফিরোজ আহম্মেদ ও আলেক মোল্যার মধ্যে দীর্ঘ বিরোধ চলে আসছিল।
এ বিরোধের জের ধরে শুক্রবার আছরের নামাজ শেষে উভয় পক্ষের সমার্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।
এ সময় কমপক্ষে ১০ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত মুস্তাফিজ, ফয়েজুল, হাসিব, আতিক ও ফরজ কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে বাবুখালি পুলিশ ক্যাম্পের আইসি সুবীর রায় সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ফিরোজ আলী, খায়ের সর্দার, আলেক মোল্যা ও নুরালী বিশ্বাস কে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। বাবুখালি পুলিশ ক্যাম্পের আইসি সুবীর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নতুন করে সংঘর্ষ এড়াতে এলকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha