মো: রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি
পুত্রের হাতে পিতা খুন, সম্পত্তি লিখে না দেওয়ায় মাগুরা সদর উপজেলার আঠারোখাদা গ্রামে সুরমান শেখ (৭৫) নামে এক বৃদ্ধ নিজ সন্তানের ছুরিকাঘাতে খুন হয়েছেন। এলাকাবাসী পিতার হত্যাকারী ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। নিহত সুরমান শেখ মাগুরা শহরের প্রবীণ চায়ের দোকানি।
প্রতিবেশীরা জানান, সুরমান শেখ ৫০ বছরের অধিককাল ধরে মাগুরা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় চায়ের দোকান চালিয়ে আসছিলেন। পরিবারের ৪ ছেলেকে চাকরিসহ বিভিন্ন পেশাতে নিযুক্ত করলেও ছোট ছেলে মফিজ শেখ মাদকাসক্ত হয়ে পড়ে। মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের পাশে নিজে একটি চায়ের দোকান দিলেও নেশার খরচ মেটাতে বিভিন্ন সময়ে বৃদ্ধ বাবাকে চাপ প্রয়োগ করত।
সম্প্রতি মাগুরা শহরের পারলা এলাকার একখণ্ড জমি লিখে দিতে বাবাকে নানাভাবে অনুরোধ করে আসছিল; কিন্তু তিনি রাজি না হওয়া রোববার সকালে বাবার ওপর হামলা চালায়। সকাল সাড়ে ৯টার দিকে বৃদ্ধ সুরমান শেখ গোসলের জন্য ঘর থেকে বের হলে মফিজ আগেই মেলা থেকে কিনে রাখা একটি ধারালো ছুরি দিয়ে বাবার শরীরে আঘাত করে।
এ ঘটনার পর এলাকাবাসী তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সাড়ে ১০টার দিকে তার মৃত্যু ঘটে।
এদিকে বাবার মৃত্যুর খবর পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুপুরে গ্রামবাসী ঘাতক মফিজ শেখকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আইয়ুব আলী সাংবাদিকদের জানান, ইতোমধ্যেই হত্যাকারী যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫