কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি
বিশ্বের মুসলিম উম্মার সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি, ভ্রাতৃত্ববোধ, ক্ষমা প্রার্থনা ও মঙ্গল কামনা করে আমিন আমিন ধ্বনি এবং আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ৩ দিনব্যাপী যশোরের আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে। রোববার (১ ডিসেম্বর) যশোর উপশহর মারকাজ মসজিদ প্রাঙ্গণে বেলা সাড়ে ১১টায় আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলিম শরিক হন।
যশোর জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ সকল স্তরের মানুষ এই মোনাজাতে অংশ নেন। তাবলীগ জামায়াতের দিল্লী নিজাম উদ্দীন মারকাজ মসজিদের আমির হযরত মাওলানা সাদ- এর অনুসারীদের আয়োজনে গত শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যমে এ ইজতেমা শুরু হয়।
ইজতিমার আয়োজক কমিটির প্রধান এস এম ইয়ামিনুর রহমান জানান, এবারের ইজতেমায় যশোরের আটটি উপজেলার ৫০ থেকে ৬০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়েছেন। যশোরের আশপাশের জেলা থেকেও অনেক মুসল্লি অংশ এসেছেন। দ্বীনের খেদমতের অংশ হিসেবে প্রায় একশ’ মুসল্লি ইজতেমা মাঠে স্বেচ্ছাশ্রম দিয়েছেন।
মাঠের মধ্যে কেউ প্যান্ডেল তৈরি, কেউবা খিত্তা, আবার কেউ বৈদ্যুতিক লাইন স্থাপন করেছেন। অনেকে নলকূপ বসানো, টয়লেট স্থাপনে সহায়তা করেছেন। সুষ্ঠ ও নিরাপদ পরিবেশে যশোরের ইজতেমা শেষ করার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, ইউনিয়ন পরিষদের সর্বস্তরের কর্মকর্তা, ব্যক্তি ও সাধারণ মানুষকে আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha