ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপাের্টার
কুষ্টিয়ায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে খেলনা পিস্তলসহ খন্দকার বায়েজীদ আমান (৩৫) নামের এক ভুয়া মেজরকে আটক করা হয়েছে। এছাড়া তার কাছ থেকে একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।
রোববার বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার লক্ষীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করেন স্থানীয়রা। পরে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করেন।
জানা গেছে, খন্দকার বায়েজীদ আমান নওগাঁ জেলার রাণীনগর থানার পলিবাহাদুরপুর গ্রামের মৃত এনামুল হকের ছেলে। তিনি কুষ্টিয়া সদর উপজেলার লক্ষ্মীপুরে তার শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। দুপুরে খন্দকার বায়েজীদ আমান লক্ষীপুর বাসস্ট্যান্ড এলাকায় অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় স্থানীয়দের মাঝে সন্দেহ হয়। পরে স্থানীয়রা তাকে বিভিন্ন কথা জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে সন্দেহ হলে তারা থানায় খবর দেন। পুলিশ এসে খন্দকার বায়েজীদ আমানের দেহ তল্লাশি করলে একটি খেলনা পিস্তল ও একটি ওয়াকিটকি পায়। পরে তাকে থানায় নিয়ে যায় পুলিশ।
ইবি থানা পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে তিনটি প্রতারণার মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha