ফরিদপুরের সদরপুরে আসন্ন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল-মামুন।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, সদরপুর সরকারি কলেজের প্রভাষক (হিসাববিজ্ঞান) মোঃ তারিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার কাজী শামীম আহমেদ, এলজিইডি কর্মকর্তা আব্দুল মমিন, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. পি কে সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: মোফাজ্জেল হোসেন, ওসি (তদন্ত) মো: আনিসুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন সদরপুর বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান (বদু), বাংলাদেশে খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সদরপুর উপজেলা শাখার আমীর মো: দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম (কবির মোল্লা), উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী, সাবেক সাংগঠনিক সম্পাদক বাহালুল মেম্বার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আব্দুল গাফফার, বনিক কমিটির প্রতিনিধি মো: জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে জাতীয় ও জেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে বিভিন্ন কর্মসূচী গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুনঃ নগরকান্দায় সাহায্যের নামে টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক হাফেজ আব্দুল আউয়াল, ঢেউখালী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতী, ভাষাণচর ইউপি চেয়ারম্যান কাউছার শেখ, সহ বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ফায়ার সার্ভিসের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha