বোরহানুজ্জামান আনিচ, সিনিয়র স্টাফ রিপোর্টার
ফরিদপুরের নগরকান্দায় সাহায্যের নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিকট থেকে টাকা উত্তোলন করে সেই টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে উপজেলা শিক্ষা অফিসার রওনক আরা বেগমের বিরুদ্ধে। তিনি বিভিন্ন সময়ে নানা অজুহাত দেখিয়ে সাধারণ শিক্ষকদের কাছ থেকে অর্থ উত্তোলন করে থাকেন ।কখনো শিক্ষকদের আত্মীয়স্বজনের অসুস্থতা, কখনোবা সাংবাদিকদের নাম ভাঙিয়ে সাধারণ শিক্ষকদের কাছ থেকে মাঝে মধ্যেই অর্থ উত্তোলন করেন এই শিক্ষা কর্মকর্তা।
সম্প্রতি ১৩ নভেম্বর শিক্ষা অফিসের সাধারণ সভায় স্থানীয় এক সাংবাদিকের অসুস্থতার নাম ভাঙিয়ে উপজেলার ৮৫টি বিদ্যালয় থেকে প্রায় অর্ধ লক্ষাধীক টাকা তোলা হয়েছে। উত্তোলিত টাকা কোন অসুস্থ সাংবাদিককে দিয়েছেন তার সঠিক পরিচয় জানাতে পারেননি শিক্ষা কর্মকর্তা রওনকআরা বেগম।
দায়ী চাপাচ্ছেন তাকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিয়েছেন সাংবাদিক পরিচয় এক ব্যক্তি। যদিও সাংবাদিককে উত্তোলনকৃত টাকা দিয়েছেন তার কোন প্রমাণ মেলেনি।
এদিকে টাকা দেয়ার বিষয়টি স্বীকার করে শিক্ষকেরা বলেন, শিক্ষা অফিসার মহোদয় আমাদের বলেছেন এক সাংবাদিক অসুস্থ তাকে সহযোগিতা করতে হবে। তাই আমরা উপজেলায় ৮৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৫৬ জন শিক্ষক কর্মরত আছি। প্রধান শিক্ষকেরা ২ শত ও সরকারি শিক্ষকগণ ১শত টাকা করে দিয়েছি।
সাংবাদিকদের নাম ভাঙিয়ে টাকা উত্তোলনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা।
নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ বলেন, অসুস্থ সাংবাদিকের নামে শিক্ষা অফিসারের নিকট কেউ সহযোগিতা চায় তাহলে আমাদের সংগঠন আছে উনি সংগঠনে জানাতেও পারতেন। তাছাড়া আবু তাহের নামে নগরকান্দায় কোন সাংবাদিক কর্মরত নেই। বিষয়টি তদন্ত সাপেক্ষে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দাবি জানাচ্ছি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা রওণকারা বেগম বলেন, আবু তাহের নামে এক সাংবাদিক পরিচয়ে আমাকে ফোন করে বলে আমি অসুস্থ আমাকে কিছু সহযোগিতা করেন। তাই আমি টাকা উত্তোলন করে ওই সাংবাদিকের বিকাশ নাম্বারে পাঠিয়ে দিয়েছি। তবে ওই সাংবাদিক কে আমি কখনো দেখিনি এবং চিনিও না। এখন ওই নাম্বারে ফোন দিয়ে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। জানতে পারি আবু তাহের নামে নগরকান্দায় কোন সাংবাদিকই নেই। তাহলে আমি প্রতারণার স্বীকার হয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির বলেন, এভাবে অপরিচিত একজন সাংবাদিককে টাকা উত্তোলন করে দেওয়া শিক্ষা অফিসারের ভুল সিদ্ধান্ত। আমরা ওই প্রতারককে শনাক্ত করার চেষ্টা করছি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha