মানিক কুমার দাস, জেলা প্রতিনিধি, ফরিদপুর
ফরিদপুর জেলার ঐতিহাসিক সুলতানীয়া মোজাদ্দেদীয়া তরীকার পাক দরবার শরীফে বিশ্ব মানবজাতির শান্তির সমাবেশ গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
মোজাদ্দেদীয়া তরীকার পাক দরবার শরীফে বিশ্ব মানবজাতির শান্তির লক্ষে বাদ জুম্মা হাজারো মুরিদ ও আশেকান এর উপস্তিতিতে দরবার প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন সুলতানীয়া মোজাদ্দেদীয়া তরীকার ইমামের সুযোগ্য খলিফা হযরত শাহ্ সুফী কামালউদ্দীন আহম্মদ হজুর কেবলাজান।
এ সময় আরও উপস্থিত ছিলেন দরবারের পীরজাদা মাওলানা শাহ্ মোহাম্মদ নূরুল আমীন,হাফেজ মাওলানা মোহাম্মদ নূরুল ইসলাম,মুফতি মো: আবুল হাসেম প্রমুখ ওলামা কেরামবৃন্দ।
ঐতিহাসিক সুলতানীয়া মোজাদ্দেদীয়া তরীকার পাক দরবার শরীফে বিশ্ব মানবজাতির শান্তির সমাবেশে সারাদেশ থেকে হাজার হাজার মুরিদ ও ভক্তরা যোগদান করেন এবং সারাদিন ও শুক্রবার দিবাগত রাতব্যাপী ইসলাম ধর্মের প্রকৃত বানী তুলে ধরেন এবং বাদ জুম্মা ও বাদ ফজরে বিশ্বের মানবজাতির জন্য বিশেষ ভাবে দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫