মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির কেওয়াগ্রামে শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে প্রান্তিক জনকল্যাণ সংস্থার আঞ্চলিক কার্যালয় ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন সংস্থার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এস.এম মতিউর রহমান জুয়েল।
উদ্বোধনকালে প্রান্তিক জনকল্যাণ সংস্থার সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ আনোয়ারুজ্জামানের অনুপস্থিতিতে তার পক্ষে তিনি ৪তলা ফাউন্ডেশনের ২তলা বিশিষ্ট এ ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন বলে উল্লেখ করেন। এর আগে চলতি বছরের ১৩ এপ্রিল ভিত্তিপ্রস্তর স্থাপন করেন লেফটেন্যান্ট জেনারেল এস.এম মতিউর রহমান জুয়েল।
জানা যায়, ২০১৭ সাল থেকে প্রান্তিক জনকল্যাণ সংস্থা পাংশা, কালুখালী, বালিয়াকান্দি তথা রাজবাড়ীসহ পার্শ্ববর্তী জেলাসমূহে জনকল্যাণ মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে প্রান্তিক জনকল্যাণ সংস্থার আঞ্চলিক কার্যালয় ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেওয়াগ্রাম জামে মসজিদের ইমাম ক্বারী মো. জাফর উল্লাহ।
এ সময় প্রান্তিক জনকল্যাণ সংস্থার সহসভাপতি মহিবুর রহমান হীরা, সংস্থার সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহ মো. রুহুল কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ কাইয়ুম, কৃষি বিষয়ক সম্পাদক শাহ মো. ফজলুল হক, প্রান্তিক জনকল্যাণ সংস্থার উপদেষ্টা কমিটির সদস্য ও নিউজিল্যান্ড প্রবাসী মসলেম উদ্দিন খান, সংস্থার উপদেষ্টা কমিটির সদস্য মানিক রহমান ও জাহাঙ্গীর খান, সংস্থার অর্থ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান মিলন, সমাজ সেবা দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এস.এম ফরিদ আহমেদসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এদিকে প্রান্তিক জনকল্যাণ সংস্থার আঞ্চলিক কার্যালয় ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানের পর লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রান্তিক জনকল্যাণ সংস্থার উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে সহজ শর্তে কর্জ প্রদান কর্মসূচির উদ্বোধন করেন সংস্থার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এস.এম মতিউর রহমান জুয়েল।
প্রান্তিক জনকল্যাণ সংস্থার সহসভাপতি মহিবুর রহমান হীরার সভাপতিত্বে এবং লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামির হোসেনের উপস্থাপনায় প্রান্তিক কৃষকের মাঝে সহজ শর্তে কর্জ প্রদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha