সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধ করার দাবীতে রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে কালুখালী রেলওয়ে স্টেশন থেকে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির শুরুতে তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল বের করে।মিছিলটি কালুখালী স্টেশন বাজার ও রতনদিয়া বাজার প্রদক্ষিণ করে।
পরে কালুখালীর রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় হাজী ওয়াজেদ আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তোতা, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জামাল খান, হাফেজ জয়নাল আবেদিন, আবুল কালাম আজাদ, মাওলানা নিজাম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগন দেশ থেকে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধ করার দাবী জানান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।