আজকের তারিখ : জুলাই ২২, ২০২৫, ৯:০৫ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ২৯, ২০২৪, ৩:২৯ পি.এম
ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল

মানিক কুমার দাস, জেলা প্রতিনিধি, ফরিদপুর
ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যাকারী ভারতীয় এজেন্ট জঙ্গি সংগঠন ভারতীয় কালচারাল ফ্রন্ট প্রথম আলো ডেইলি স্টার নিষিদ্ধের দাবিতে শহরের জনতা ব্যাংকের মোড়ে এ উপলক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
এতে সভাপতিত্ব করেন মাহমুদুল হাসান অলিভ , বক্তব্য রাখেন অসম বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সোহেল রানা, আব্দুল কারী মাহমুদুল্লাহ, মুস্তাফিজুর রহমান, মাওলানা কবির উদ্দিন, মোহাম্মদ মেহেদী, সিফাত হাসান খান, মৌলানা ঈসা আহমেদ, মোঃ হাসনাত উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র আন্দোলনের নেতা নিরব ইমতিয়াজ শান্ত।
সভায় বক্তারা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিকের হত্যাকাণ্ডের বিচার চার দাবি করেন। তারা এই ঘটনার জন্য ধর্মীয় সংগঠন ইসকন কে দায়ী করে করেন।
তারা বলেন ইসকন একটি উগ্রবাদী সংগঠন। তারা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে আসছে।
বিশ্বের কয়েকটি দেশে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে। বাংলাদেশ ইসকনের কর্মকাণ্ড বন্ধ করার জন্য অন্তর্বর্তী কালিন সরকার নিকট তারা দাবি করেন।
বক্তারা বলেন বাংলাদেশে হিন্দু মুসলমান আমরা যুগের পর যুগ একসাথে বসবাস করে আসছি । আর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।
এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল উক্ত কর্মসূচিতে যোগদান করে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha