আজকের তারিখ : মে ১৫, ২০২৫, ৫:৩৩ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ২৯, ২০২৪, ৪:২৩ পি.এম
ইসকন সংগঠন নিষিদ্ধের দাবীতে বোয়ালমারীতে বিক্ষোভ মিছিল
![]()
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসককে নিষিদ্ধ, তরুণ আইনজীবী এডভোকেট সাইফুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা ও দেশ বিরোধী যাবতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে ফরিদপুরের বোয়ালমারীতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯.১১.২৪) জুম্মার নামাজ শেষে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মুসল্লিরা একটি বিক্ষোভ মিছিল বের করে পৌরশহরের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ হয়ে সোনালী ব্যাংক মোড়ে শেষ হয়। এ সময় বিক্ষোভ মিছিলে অংশ নেয়া মুসল্লিয়ান কেরাম ইসকন সংগঠন নিষিদ্ধকরণ দাবী করে নানা ধরণের স্লোগান দেন।
বোয়ালমারী উপজেলার তাওহিদি জনতা ব্যানারের আয়োজনে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা যুব খেলাফত মজলিসের সভাপতি মাও: মিজানুর রহমান, কেন্দ্রী জামে মসজিদের ইমাম ও খতিব মাও: হুসাইন আহমাদ, খেলাফত মজলিস পৌর সভাপতি মুফতি তৈয়েবুর রহমান, ইসলামী জামায়াতের পৌর সভাপতি সৈয়দ নেয়ামুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মো. ওয়ালিউর রহমান রাসেল, মাও: মারজান হুসাইন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha