রাশিদুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে রেললাইনে আকস্মিক ফাটল দেখা দিয়েছে। এতে ওই লাইন দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল করছে ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশন হতে আব্দুলপুর জংশনের মধ্যবর্তী নর্থ বেঙ্গল সুগার মিলস সংলগ্ন বিহরীপাড়া আপ লাইনে এ ফাটল দেখা দেয়।
আজিমনগর রেলওয়ে স্টেশন মাস্টার আবু রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে সময়ের প্রত্যাশাকে বলেন, সকালে আজিমনগর রেলওয়ে স্টেশন টু আব্দুলপুর জংশনের মধ্যবর্তী নর্থ বেঙ্গল সুগার মিলস এর বিহারীপাড়া গেট হতে প্রায় ১০০ মিটার দূরে আপ লাইনে স্থানীয়রা ফাটল দেখতে পান। পরে স্থানীয়রা বিষয়টি জানালে রেলপথ মেরামত কর্মীরা মেরামতের কাজ শুরু করে।
আরও পড়ুনঃ লালপুরে পদ্মা কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
তিনি আরো বলেন, অতিরিক্ত লোডের কারণে লোহার পাত ফেটে প্রায় ১ ইঞ্চি ফাঁকা হয়ে গেছে। মেরামতের কাজ চলমান। রেললাইন ফাটলের কারণে রাজশাহী অভিমুখী ট্রেন গুলো ধীরগতিতে ঘটনাস্থল অতিক্রম করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha