ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার
কুষ্টিয়ার মিরপুর পৌর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার এবং বাংলাদেশ রেলওয়ে অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম (৭২) ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর জানাজার নামাজ শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সুলতানপুর কবরস্থানে দাফন করা হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় রাষ্ট্রের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষ থেকে সাবেক কমান্ডার নজরুল করিম মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিরপুর পৌরসভার সুলতানপুর মহল্লার মৃত খেদ আলী শেখের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আরও পড়ুনঃ কুষ্টিয়ায় চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় সাবেক এমপিসহ ৫৪ জন বেকসুর খালাস
এ ছাড়া, তিনি মিরপুর প্রেসক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক কুদরতে খোদা সবুজের চাচা ছিলেন। তার মৃত্যুতে মিরপুর প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তিকামনা ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha