ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার
কুষ্টিয়ার মিরপুরে একটি চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় কুষ্টিয়া-০২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহিদুল ইসলামসহ বিএনপির ৫৪ নেতাকর্মীকে বেকসুর খালাস করে দিয়েছেন আদালত।
বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মেরিনা সুলতানা এই রায় ঘোষণা করেন। বিচারক জানান, মামলায় আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামিদের খালাস দেওয়া হয়েছে। এ সময় মামলার সকল আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার এবং আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২৮ অক্টোবর বিকেলের দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় বিএনপি কার্যালয়ের সম্মুখে ঈগল চত্বরে একটি কর্মীসমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় মিরপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে ওই সম্মেলনে হামলা চালায়। হামলার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ বেধে যায়। এই সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে দুই আওয়ামী লীগ কর্মী বশির উদ্দিন এবং আব্দুর রহমান নিহত হন।
ঘটনার পরেরদিন যুবলীগ কর্মী মাফিউল ইসলাম মাফি বাদি হয়ে মিরপুর থানায় কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামসহ মিরপুর এবং ভেড়ামারা উপজেলা বিএনপির ৫৪ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুনঃ কালুখালীতে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রদর্শনী উদ্বোধন
১৮ বছর ১ মাস পর এই মামলায় আদালত আসামিদের বেকসুর খালাস দিয়ে রায় ঘোষণা করে। আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুদিপ কুমার শর্মা রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে বাদীর আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার সব আসামীকে বেকসুর খালাস প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha