শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি
বনপাড়া হাটিকুমরুল হাইওয়ে সড়কের ১০ নম্বর সেতু এলাকায় ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাবনার চাটমোহরে দুজনে নিহত হয়েছেন।
নিহতেরা হলেন, চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃতঃ জাবেদ আলী ফকিরের ছেলে মোতালেব হোসেন (৪২) ও বাঘলবাড়ি গ্রামের মৃতঃ জয়ান প্রামানিকের ছেলে আলম হোসেন ( ৫০)।
মঙ্গলবার ( ২৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে বনপাড়া হাটিকুমরুল হাইওয়ে সড়কের ১০ নম্বর সেতু এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মোতালেব হোসেন এর চাচা ফজলুর রহমান বলেন, সকালে তারা দুজনে বাড়ি থেকে বের হয়ে চাটমোহর উপজেলায় কাজের উদ্দেশ্য রওনা হয়। কাজ শেষে তারা নাটোরের গুরুদাসপুর এলাকার মধ্যে দিয়ে হান্ডিয়াল নিজ বাড়ির উদ্দেশ্য রওনা হন। পথিমধ্যে ঢাকা রাজশাহী হাইওয়ে সড়কের গুরুদাসপুর এলাকার ১০ নম্বর সেতু এলাকায় একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে হলে মোটরসাইকেলে থাকা মোতালেব হোসেন ও আলম হোসেন ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার হোসেন বলেন, পরিবার পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫