শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি
পাবনার চাটমোহর পুকুরের পানিতে ডুবে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আবিহা জান্নাত( ২)।সে গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামের ইজাজুল ইসলামের মেয়ে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল ৪ টার দিকে গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বরে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সুত্রে জানান, মঙ্গলবার বিকেলে শিশু আবিহা জান্নাত খেলতে খেলতে পাশের পুকুরে পানিত পড়ে যায়।পরে অনেক খোজাখুজি করে না পেয়ে পুকুরের পানিতে ভাসতে দেখে এলাকাবাসী তাকে মৃত অবস্থায় পানি থেকে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে গুনাইগাছা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রজব আলী বাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে পড়ে ছোট্ট শিশু আবিহার মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫