মোঃ হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সদরপুরে ছাদ থেকে পড়ে দেলোয়ার হোসেন (৪২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। জানাগেছে, নিহত দেলোয়ার হোসেন বরগুনা জেলার তালতলী উপজেলার বাসিন্দা ছানু হাওলাদারের ছেলে।
তিনি উপজেলা সদরে সদরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ভবন নির্মাণ কাজের একজন শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। উক্ত কাজটি পায় ফরিদপুরের ভাই ভাই কন্ট্রাকশন নামক ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু তারা নিজেরা কাজ না করে লাইসেন্সবিহীন স্থানীয় খোকন হাওলাদার নামে এক ব্যক্তিকে কাজটির দায়িত্ব দেয়।
অপরদিকে খোকন হাওলাদার ভাষানচর ইউনিয়নের চার রাস্তা নামক এলাকার জনৈক হুমায়ুন মিয়া কে কাজটি করতে দায়িত্ব দেয়। আজকে নির্মনাধীন ভবনের তিন তলার ছাদ ভাঙার কাজে উক্ত শ্রমিক কর্মরত ছিল। দিনের কাজ শেষে নিচে নামার সময় ওই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হয় পরে অন্যান্য শ্রমিক ও স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
সদরপুর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। উপজেলা প্রকৌশলী আঃ মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫